• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন ফিরে গেলেন খালেদার নাতনি 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৪:২৯ পিএম
লন্ডন ফিরে গেলেন খালেদার নাতনি 
ছবি: সংগৃহীত

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বেগম খালেদা জিয়ার নাতনি এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় লন্ডনের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি।

খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানায়।

সূত্রটি জানায়, আজ (শনিবার) আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান গুলশান বাসভবন ফিরোজা থেকে সকাল ৬টায় হযরত শাহজালাল বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা করেন। পরে তিনি সকাল ৭টার দিকে লন্ডনের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি লন্ডন থেকে ঢাকায় আসেন খালেদা জিয়ার নাতনি জাফিয়া রহমান।

Link copied!